ফাস্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ এর মাধ্যমে ইতালি প্রবাসীদের রক্ত ঘামে অর্জিত অর্থ দেশে পাঠিয়েছেন প্রিয়জনদের কাছে। চলতি বছরের জানুয়ারি ১৬ তারিখ থেকেই প্রায় ২ হাজার প্রবাসীর পাঠানো রেমিটেন্স যায়নি বাংলাদেশে। এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা ইতালিতে ফাস্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ যা ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি এর আওতাধীন। দেশটিতে ৯৩ টি শাখা নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করছে বৈধ ভাবে।
এরই মধ্যে চলতি বছরের মার্চে প্রবাসীদের টাকার কোন সমাধান না করে বন্ধ করে দেয়া হয় রোমের প্রধান কার্যালয়, হঠাৎ করেই প্রতিষ্ঠানটির এমন প্রতারণায় বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটির এজেন্ট গুলো।
এঘটনায় গত ২৬ আগস্ট রোম বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে আসা এজেন্ট ও ভুক্তভোগী বাংলাদেশিরা। এসময় তারা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
তাদের দাবি এর আগে দফায় দফায় রোম দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিসে লিখিত অভিযোগ জানিয়ে ও আসেনি কোন পদক্ষেপ। এবার দ্রুত সময়ের মধ্যে কোন ফলাফল না আসলে পরবর্তীতে লাগাতার দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন ভুক্তভোগীরা।
এদিকে প্রবাসীদের এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন রোমের অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এই ঘটনায় প্রবাসী ব্যবসায়ী সহ যারা অর্থ প্রেরণ করেছে সকলেই হয়েছে অর্থনৈতিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত, প্রশ্নের সম্মুখীন হচ্ছে বৈধ পথে রেমিটেনস পাঠানো, উৎসাহিত হচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা সেই সঙ্গে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি।