'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত





বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের বিজি প্রেস খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হয় সিরাজগঞ্জ শহর শাখা ও সিলেট জেলা পূর্ব শাখা। খেলায় সিরাজগঞ্জ শহর ৩-০ গোলে সিলেট জেলা পূর্বকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ১৩৮টি শাখার অংশগ্রহণে টুর্নামেন্টটি গত ১৫ জুন শুরু হয়। নক আউট পদ্ধতিতে আন্তঃশাখার মধ্যে অনুষ্ঠিত  খেলাগুলোর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে সিরাজগঞ্জ শহর, সিলেট জেলা পূর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরিদপুর শহর—এই চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। এর মধ্যে থেকে সেরা দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।


নবীনতর পূর্বতন