জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিনে একাধিক রেকর্ড গড়েছেন সামিউল ইসলাম রাফি। এদিন একাধিক রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে ও নিয়ে ৭ ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হলেন তিনি।
| বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছবি: সংগৃহীত |
বুধবার (২২ অক্টোবর) মিরপুর সুইমিংপুলে প্রতিযোগিতার তৃতীয় দিনে তিনটি রেকর্ড হয়েছে। এ নিয়ে আসরে সব মিলিয়ে রেকর্ড হলো মোট ১৫টি।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন রাফি। এই ইভেন্টে আগের রেকর্ডও ছিল তারই। ২০২৩ সালে ৫৮ দশমিক ৪৫ সেকেন্ডে সাঁতার শেষ করেছিলেন তিনি। এবারের আসরে এ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে রাফির রেকর্ড হলো ৬টি, আর ১টি দলীয়।
ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক বাংলাদেশ সেনাবাহিনীর তন্ময় মালি ২৯ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে নতুন রেকর্ড গড়েছেন। ২০২২ সালে সুকুমার রাজবংশীর গড়া ২৯ দশমিক ৯০ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি।
![]() |
| জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জয়ের পর এক ফ্রেমে এ্যানি আক্তার, রুপা খাতুন, যুথী আক্তার ও টুম্পা। ছবি: সুইমিং ফেডারেশন |
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৯ মিনিট ৫০ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছে নৌবাহিনী। এই ইভেন্টে নৌবাহিনীর হয়ে সাঁতারে লড়েছেন এ্যানি আক্তার, রুপা খাতুন, যুথী আক্তার ও টুম্পা।
পদক তালিকায়ও সবার উপরেই আছে নৌবাহিনী। তৃতীয় দিন শেষে ২৭টি সোনা, ২০টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জিতেছে ৯টি সোনা, ১৬টি রুপা ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক।
