শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পর কাজে গতি আনতে আগামী শুক্র ও শনিবার (২৪ ও ২৫ অক্টোবর) শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আদেশ জারি করেছে।
গত ১৮ অক্টোবর দুপুরে ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি কমপ্লেক্স) ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।
আদেশে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাস্টমস হাউস, ঢাকার শুদ্ধায়ন টিমসমূহ ও এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে আমদানি, রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) অফিস খোলা থাকবে।
এই নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে প্রাথমিক ধারণায় বলা হয়। এ ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।