জাজিরা পয়েন্টের দুই প্রান্তে ২ জনের মরদেহ, আরেক পাশে পড়ে ছিল মোটরসাইকেল

Sangbadpotro.online

 

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী মো. সুজন ও মোহাম্মদ আলী অন্তু।


শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

 
এসময় একজনের মরদেহ সড়কে, অপরজনের সড়কের ঢালে ও মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
 
দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শরীয়তপুর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পরে নিহত ২ জনের পরিচয় শনাক্ত করে পুলিশ। মোহাম্মদ আলী অন্তু সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপরজন মো. সুজন বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে শিবচর থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন, ‘ধারণা করছি মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে। তারপরেও আমরা খতিয়ে দেখছি।’

 
রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা,আন্তর্জাতিক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন সংবাদপত্র.অনলাইন
To Top