অপরাজনীতির ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা: শিবির সভাপতি

Sangbadpotro.online

 

গত দেড় দশক ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতি চলেছে সেটার ট্রমা থেকে এখনো শিক্ষার্থীরা বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতির ভীতি দূর করতে কাজ করছে ছাত্রশিবির।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম। ফাইল ছবি


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে কাদা-ছোড়াছুড়ি ছেড়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, যোগ্য ব্যক্তিদের অগ্রধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ গঠন, মাদরাসা শিক্ষা সংস্কার, নারী শিক্ষা প্রসারে উপর্যুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি।
রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা,আন্তর্জাতিক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন সংবাদপত্র.অনলাইন
To Top