সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। সে ছবির মাধ্যমে ‘নতুন ময়দানে’ সাক্ষাতের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
শুক্রবার (১ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় ছবি আপলোড করেন সালমান। ছবিতে দেখা যায়, সামনে থাকা হাজারো জনতার উদ্দেশে রাজনীতিবিদদের মতো হাত নাড়াচ্ছেন এক যুবক।
ছবিতে যুবকের মুখ দেখা যায়নি। কারণ ছবিতে যুবকের পেছনের অংশ দেখা যাচ্ছিল। কিন্তু যুবকের হাতে ছিল সেই বিখ্যাত ব্রেসলেট, যেটি সালমান খান সব সময় তার হাতে পরেন।
এনিমেটেড ছবিটির ক্যাপশনে সালমান লেখেন,
দেখা হবে নতুন ময়দানে।