গত দুইবার যেসব করদাতা নিরীক্ষায় পড়েছিলেন, এবার তাঁরা বাদ
গত দুই বছর যেসব করদাতা আয়কর নিরীক্ষায় পড়েছিলেন, এ বছর তাঁদের করনথি নিরীক্ষায় পড়বে না। তাঁদের নিরীক্ষা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই করদাতার আয়কর রিটার্ন যাতে বারবার নিরীক্ষার জন্য নির্বাচিত না হয়, সে জন্য পূর্ববর্তী দুই বছরে যেসব করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছিল, তাঁদের ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন বাদ দেওয়া হয়েছে।
এনবিআর আরও জানায়, দৈবচয়ন ভিত্তিতে সারা দেশের সব কমিশনারেট থেকে ২০২৩-২৪ করবর্ষের জন্য ১৫ হাজার ৪৯৪ জন করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।
নিরীক্ষার মাধ্যমে কিছু করনথি আবার যাচাই–বাছাই করা হয়। রিটার্নের করদাতারা যেসব হিসাব-নিকাশ করেছেন এবং কাগজপত্র জমা দিয়েছেন, তা ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়। নিরীক্ষাকালে প্রয়োজনে প্রমাণপত্র হিসেবে বিভিন্ন কাগজপত্র চান কর কর্মকর্তারা। অনেক সময় করদাতারা অভিযোগ করেন, নিরীক্ষার নামে তাঁদের হয়রানি করা হয়।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন নির্বাচনপদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এনবিআর ঝুঁকি বিবেচনায় নিরীক্ষা নির্বাচনপদ্ধতির মাধ্যমে আয়কর রিটার্ন নির্বাচনপ্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফলাইনে দাখিল করা রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডেটাবেজ এন্ট্রি করার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। নিরীক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিকল্প উপায়ে ২০২৩-২৪ করবর্ষের দাখিল করা প্রত্যেক কর সার্কেলের রিটার্নের দশমিক ৫ শতাংশ ডিজিটাল উপায়ে দৈবচয়ন পদ্ধতিতে নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।