মেটলাইফের বিমাসেবায় গুড নেইবারস
বাংলাদেশে নিজেদের কর্মীদের বিমাসুবিধা প্রদানে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক মানবিক উন্নয়নমূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, গুড নেইবারস বাংলাদেশের ২৪৮ জন কর্মী জীবনহানি ও চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বিমাসুবিধা পাবেন। মেটলাইফের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমাদাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বিমাসেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বিমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমাসেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে গুড নেইবারস।