বাংলা সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের কারণে জনপ্রিয় হয়ে উঠেছেন শবনম বুবলী। এবার নতুন কাজ নিয়ে সামনে এলেন এই চিত্রনায়িকা। একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) ইউটিউবে প্রকাশিত হয়েছে বুবলীর এই গানটি।
সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোনও মিউজিক ভিডিওতে।
তবে একক গান হলেও সিনেমার গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায় ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি।
গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার।জীবন
কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত।
অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই।